fbpx
অর্থনীতিঅন্যান্যবাংলাদেশ

কারখানায়ও সরকারের তিন দিন ছুটি

কারখানায়ও সরকারের তিন দিন ছুটি ঘোষণা ব্যত্যয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,শ্রমিকদের নির্ধারিত ছুটির বাইরে ওভারটাইম করাবেন না- পরে ছুটি দেবেন তা মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।ঈদে সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। যদিও এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ-সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যাই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে। সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হয় তবে তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলেই থাকা নিশ্চিত করতে হবে।

এদিকে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আমাদের ছুটি দিতে কোনো আপত্তি নেই, তবে সবার আগে জীবন, দেশ। এখন পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী তিন দিনের ছুটি নির্ধারণ করেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button