fbpx
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন দিয়েছে দেশটি

অস্ট্রেলিয়ায় আবারও বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পুরো দেশ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন দিয়েছে, দেশটির সরকার। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন দিয়েছে দেশটির সরকার। প্রতিটি পরিবার থেকে কেনাকাটার জন্য শুধুমাত্র একজনকে অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে নানারকম ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী।

ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি এবং কঠোর লকডাউনে একদিকে আতঙ্ক, অন্যদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন প্রবাসীরা।

বর্তমানে করোনা মহামারিতে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন দেশটিতে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। এসময় সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান, দেশটিতে বসবাসরত বিশিষ্টজনেরা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button