fbpx
বাংলাদেশদুর্ঘটনা

বনানীর আগুন নিয়ন্ত্রণে, ভবনে ছিলো দাহ্য পদার্থ

শনিবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবন ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শেষ খবর অনুযায়ী নিয়ন্ত্রণে এসেছে সেই আগুন। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ও বিমান বাহিনী প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড তাপ ও ধোঁয়া রয়েছে।

তিনি বলেন, ভেতরে সলিউশন কাট ও পিতল রযেছে এছাড়াও অনেক দাহ্য পদার্থ ছিলো। যার কারণে হিট হয়ে আছে এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্র অনুসারে, ফায়ার সার্ভিস কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।

এদিকে, শনিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বনানীর কোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি।এ কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button