বর্ষা মৌসুমেও প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায়,কুড়িগ্রামে বিলম্বিত হচ্ছে আমন আবাদ

ভরা বর্ষা মৌসুমেও প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায়,কুড়িগ্রামে বিলম্বিত হচ্ছে আমন আবাদ। এ অবস্থায় অনেকে বাড়তি খরচে সেচ দিয়ে আমান চারা লাগানো শুরু করলেও,এখনও পতিত রয়েছে জেলার অধিকাংশ জমি।তবে বৃষ্টির অপেক্ষায় না থেকে,সম্পুরক সেচের মাধ্যমে নির্দিষ্ট সময়ে চারা রোপনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
আষাঢ় পেড়িয়ে শ্রাবনও শেষ। তবুও বৃষ্টির দেখা নেই।এ অবস্থায় বৃষ্টি নির্ভর আমনের রোপন নিয়ে দুচিন্তায় পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। অনেকে বৃষ্টির আশা ছেড়ে দিয়ে,শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরে সেচ দিয়ে আমান লাগানো শুরু করেছেন। তবে বাড়তি খরচ বহন করতে না পারায়, অনেক কৃষক রয়েছেন বৃষ্টির অপেক্ষায়।
অন্যান্য বছর এই সময়টাতে অতি বৃষ্টি ও বন্যা হলেও,এবার পড়েছে খরার কবলে। প্রকৃতির এ বিরুপ আচরনের মাঝেও,আমন আবাদ শুরু করলেও শেষ সময়ে বন্যার আশংকা করছেন তারা।
প্রতিকুল আবহাওয়ার মাঝেও,লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ। গত মৌসুমে জেলায় ১ লাখ ১৮ হাজার হেক্টর জমিতে আমান আবাদ হলেও,এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে।ডেস্ক রিপোর্ট,বাংলা টিভি।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস