fbpx
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়াযুক্তরাষ্ট্র

মার্কিন ফ্লাইটে সন্তান প্রসব করেছেন আফগান নারী

আফগানিস্তান থেকে মার্কিন একটি ফ্লাইটে সন্তান প্রসব করেছেন এক আফগান নারী। মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সহযোগী আফগানদের সরিয়ে আনতে একটি ফ্লাইট পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

তালেবান বাহিনী কাবুল দখলের পর যে হাজার হাজার আফগান নিজেদের দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠেছিলেন, ওই নারীও তাদের একজন। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ইউএস এয়ার মোবিলিটি কমান্ড এক টুইটে জানিয়েছে, কাবুল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগের কয়েক ঘণ্টা পরই প্রসব বেদনা ওঠে সেই নারীর। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮ হাজার মিটার ওপরে অবস্থান করায় বিমানটিতে অক্সিজেনের কিছু ঘাটতি দেখা দিয়েছিল, পাইলট বিমান কিছুটা নিচে নামিয়ে আনায় তা সমাধান হয়।

বিমান আকাশে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেন ওই নারী। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো মেডিকেল সহযোগিতা দেওয়ার ব্যবস্থা না থাকায় জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয় সেই মার্কিন বিমান। ওই নারী, তার সন্তান ও পরিবারের কয়েকজন সদস্য বর্তমানে রামস্টেইন বিমান ঘাঁটির হাসপাতালে অবস্থান করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু উভয়ে বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত আছেন।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button