fbpx
জনদুর্ভোগঅপরাধআইন-বিচারবিশ্ববাংলা

সরকারের নানা উদ্যোগেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার

সরকারের নানা উদ্যোগেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। বরং দিন দিন তা ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বেশি বেতনের চাকরি ও উন্নত জীবনযাপনের প্রলোভনের টোপে ফেলে দালাল চক্র যুবকদের পাচার করছে কথিত দালালরা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি স্থানীয় সরকারকে হতে হবে দায়িত্বশীল, না হলে মানবপাচারের লাগাম টানা হবে কষ্ট সাধ্য। শাহরিয়ার রাজের প্রতিবেদন।

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া নতুন কোন খবর নয়। কয়েকদিন পর পরই গণমাধ্যমের শিরোনাম হয় এমন সংবাদ ইউরোপ বা মধ্যপ্রাচ্য, উন্নত জীবন যাপনের আশায় নিজের জীবনকে ঝুকিঁর মধ্যে ফেলে দিচ্ছে হাজারো নারী পুরুষ। গত কয়েকবছরে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে নানা উদ্যোগেও বন্ধ হচ্ছে না মানবপাচার।

 তবে স্থানীয় পর্যায়ে দালালদের খপ্পর থেকে বাঁচতে স্থানীয় সরকারকেই এগিয়ে আসতে হবে মনে করেন এই অভিবাসন বিষেশজ্ঞ।বায়রার সাবেক সভাপতি শামিম আহমেদ চৌধুরী নোমান বলছেন, আইন করেও এ সমস্যার সমাধান হবে না।এ সমস্যা সমাধানে দরকার সচেতনতা।

মানব পাচার মামলা নিষ্পত্তির হার খুব কম হওয়া পাচারকারীরা আরো বেপরোয়া হয়ে উঠছে দিন দিন। মানবপাচারের শিকার হয়ে অনেকেই বিভিন্ন দেশের বনে জঙ্গলে থাকার খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়ার পরও মানবপাচার বন্ধ হচ্ছে না। ফলে প্রতিবছরই সাগরে ডুবে মারা যাচ্ছে বিপুলসংখ্যক বাংলাদেশী নাগরিক।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button