fbpx
বানিজ্য সংবাদঅর্থনীতিদেশবাংলা

গাজীপুরের কাপাসিয়ায় বানিজ্যিকভাবে শুরু হয়েছে স্ট্রবেরী চাষ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে,পরিত্যক্ত জমিতে স্ট্রবেরি চাষে সফল হয়েছেন,উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদীসহ কয়েকটি গ্রামের কৃষকরা।কৃষি কাজে ভিন্নতা আনতে, চলতি মৌসুমে শীতলক্ষ্যা নদীর তীরে জেগে ওঠা চরে, শীতকালীন ফসলের আবাদ করছেন তারা।করোনার ক্ষতি পুষিয়ে নিতে,কৃষকরা চেয়েছেন,প্রণোদনা।এদিকে,বিদেশী এই ফল চাষে সব ধরণের সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের।

স্ট্রবেরি ফলের গন্ধ ও স্বাদে ভিন্নতার কারনে, জ্যাম,আইসক্রিম,মিল্ক শেকসহ শিল্পায়িত খাদ্য তৈরিতে, স্ট্রবেরির সুগন্ধ ব্যাপকভাবে ব্যবহার করা হয়।শীতপ্রধান দেশের ফল হলেও, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নানা জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে।গাজিপুরের কাপাসিয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে,স্ট্রবেরির চাষ।বাজার চাহিদা,ফলন ও দাম ভালো হওয়ায়, স্থানীয় কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে,এ ফলের চাষ।

গতবছর করোনার কারণে দেশে লকডাউন থাকায় ফল বিক্রি করতে না পেরে, লাভের মুখ দেখেননি ক্রষকরা।তবে, লাভজনক এই বিদেশী ফল চাষে সরকারি প্রণোদনা পেলে, আবারো ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন,স্থানীয় কৃষকরা।

স্ট্রবেরি ফলে রয়েছে, উচ্চমাত্রায় পুষ্টি।এ ফল রোগ প্রতিরোধে সহায়তা করে।পাশাপাশি লাভজনক হওয়ায়,গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা এ ফল চাষে, কৃষকদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে,গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

প্রান্তিক কৃষকের কল্যাণে ও দেশের মানুষের চাহিদা পূরণে, স্ট্রবেরি এখন বাংলাদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছে।আর কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর তীরে জেগে ওঠা চরে, বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে কৃষকরা দেখছেন আলোর মুখ।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button