fbpx
দেশবাংলা

দূর্গা পুঁজার প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আর কিছুদিন পরই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কাজ শেষ করতে দিন রাত সমানতালে কাজ করে যাচ্ছেন তারা। দেশে করোনার ভয়াবহতা কিছুটা কমে আসায় এবার গতবারের চেয়ে বেশি মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দেবী দুর্গা পুজার বাকী আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে বারিশালে বাজতে শুরু করেছে দেবী দুর্গার আগমনী বার্তা।  গত বছরের চেয়ে ১৫ টি বেশী পূজা মন্ডপ তৈরী হয়ে, জেলায় ৫৯০টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হওয়ায়, প্রতীমা তৈরীতে এখন মহাব্যস্ত মৃৎশিল্পীরা।

ইতোমধ্যে দেবীর প্রতীমা নির্মাণের কাজ শেষ করেছেন শিল্পীরা। এখন চলছে সবশেষ মাটির প্রলেপের কাজ।  এর পর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন, প্রতীমার দৃষ্টি নন্দিত রূপ।

সবধরনের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে বলে জানালেন, পুলিশ সুপার এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি।

দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে সনাতম ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মী উৎসব দূর্গাপুজা। আর নরসিংদীতে পুজাকে ঘিরে ঢাক-ঢোলের আওয়াজে চারপাশে যেনো উৎসবের আমেজ বইতে শুরু করেছে। তবে দুবছর ধরে করোনার কারনে কিছুটা ভাটা পড়েছে, আনন্দের। পুজার দিনক্ষন কম থাকায় নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এখন মাটির কাজ শেষ পর্যায়ে। দু এক দিনের মধ্যেই রং তুলির মাধ্যমে মনের মাধুরী মিশিয়ে প্রতিমাকে সাজিয়ে, নির্ধারিত স্থানে পৌঁছে দেয়া হবে এই প্রতিমা।

প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্ডপে ভলান্টিয়ার টিম থাকবে। যারা সকল প্রকার স্বাস্থ্যবিধি পালন সহ, সার্বিক সহযোগিতা করবে।

পুজাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি, করোনার কারনে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে কঠোরভাবে নজরদারির কথা জানান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ বছর নরসিংদীর ৬ উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ৩৫৫ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button