fbpx
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনার উৎপত্তিস্থল সম্পর্কে জানতে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল গঠন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে জানতে বিশেষজ্ঞ দল গঠন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভবিষ্যতে মারাত্মক সংক্রামক রোগজীবাণুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতি নিতেও কাজ করবে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

দ্য সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ অন দ্য অরিজিনস অব নভেল প্যাথোজেনস (সাগো) নামের এই বিশেষজ্ঞ দলটিতে যুক্ত হওয়ার জন্য ২৬ জনকে মনোনীত করেছে ডব্লিউএইচও। জানা গেছে এর আগে চীনে ভ্রমণ করা একটি বিশেষজ্ঞ দলের ছয় জন রয়েছেন।

চীনের উহান শহরে দেড় বছরের বেশি সময় আগে করোনাভাইরাস শনাক্ত করা হলেও এখনও স্পষ্ট নয় যে কীভাবে ভাইরাসটি ছড়িয়েছে। উহানের বাজারে প্রাণীর মাধ্যমে নাকি কোনো ল্যাব থেকে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছে, তা অনুসন্ধানের জন্য বিবেচনায় রাখবে বিশেষজ্ঞ দলটি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button