fbpx
বাংলাদেশঅপরাধআইন-বিচারআওয়ামী লীগরাজনীতিসরকার

হামলায় দেশের বাইরে থেকে ইন্ধন আছে কিনা তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন সাম্প্রদায়িক সহিংসতার পেছনে কোনো পক্ষের ইন্ধন রয়েছে বলে ধারণা করছেন তিনি।তথ্য-প্রমাণের ভিত্তিতে কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

কুমিল্লার ঘটনাটি কারা ঘটিয়েছে, এর উদ্দেশ্য কী সে বিষয়ে গোয়েন্দারা গুরুত্বের সঙ্গে কাজ করছে এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button