fbpx
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধস ও বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যটির ইদুক্কি ও কোট্টায়াম জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।

কোট্টায়াম জেলায় বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে এবং মানুষজন পানিতে আটকা পড়েছে। এক ভিডিওতে দেখা গেছে, ওই এলাকায় একটি বাসের যাত্রীরা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর তাদের উদ্ধার করা হচ্ছে।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্ধারের প্রচেষ্টা জোরদার করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button