fbpx
বাংলাদেশ

রংপুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে, এ বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্নস্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির-মণ্ডপে হামলার এসব ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা একযোগে মাঠে কাজ করছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button