fbpx
বাংলাদেশ

করোনায় আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন করোনা থেকে সুস্থ হলো।

দেশে গত একদিনে ৮৩১টি ল্যাবে ১৯ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৮১২টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৮০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button