fbpx
স্বাস্থ্যবিশ্ববাংলা

প্রবাসীদের বুস্টার ডোজ দিতে প্রক্রিয়া চুড়ান্তে স্বাস্থ্যবিভাগের সাথে কাজ চলছে : বিএমইটি

প্রায় ছয় লক্ষ প্রবাসীকে ভ্যাকসিন নিবন্ধনে সম্পন্ন হয়েছে।  এর মধ্যে প্রায় চার লক্ষ প্রবাসীকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম। এছাড়াও যেসব প্রবাসীরা নির্দিষ্ট টিকা নেইনি তাদের জন্য বুস্টার ডোজ দেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছে বলেও জানান বিএমইটি ডিজি।

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিদেশগামী কর্মীদের টিকা গ্রহণ বা টিকার সনদ বাধ্যতামূলক করছে বিশ্বের বিভিন্ন দেশ। ফাইজার,অক্সফোর্ড,জনসন অ্যান্ড জনসন অথবা মডার্নার দুই ডোজ টিকা নিলে প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পারবেন। দেশগুলোর সরকারের দেয়া এমন সিদ্ধান্তে কর্মস্থলে ফিরতে উদ্বিগ্ন ছিলেন দেশে এসে আটকে পড়া প্রবাসীরা। এমন প্রেক্ষাপটে প্রবাসীদের নির্ধারিত টিকা দেয়ার ব্যবস্থা করে বাংলাদেশ সরকার।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের উদ্যোগে টিকার আওতায় নিয়ে আসা হয় প্রবাসী কর্মিদের। অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয় নির্দিষ্ট টিকা।

দেশের সকল জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং নির্ধারিত টিটিসি ও আইএমটির পাশাপাশি আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটির নিবন্ধন কার্যক্রম চলছে এখনো।

তবে বিভিন্ন দেশে দুই ডোজ টিকা দেয়া আবার কেউবা বুস্টার ডোজেরও নিয়ম চালু করছে। এমন প্রেক্ষিতে দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য করোনার বুস্টার ডোজ দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।এছাড়া যেসব প্রবাসীরা নির্দিষ্ট টিকা গ্রহণ করেনি,তাদের জন্যও টিকার ব্যবস্থা করার পাশাপাশি টিকা দেয়ার প্রক্রিয়া আরো নির্বিঘ্ন করতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button