fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার এখনই সময়: প্রধানমন্ত্রী

প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি থেকে রক্ষায় কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

স্থানীয় সময় সোমবার সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের সাইডলাইনে ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ বিষয়ে সিভিএফ-কমনওয়েলথ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন সিভিএফ-এর সভাপতি শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা। কোনো দেশই এর ভয়াল পরিণাম থেকে সুরক্ষিত নয়। দায় কম হলেও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে সিভিএফ এবং কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতার জন্য ৬টি সুপারিশ উপস্থাপন করেন শেখ হাসিনা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button