fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে, এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৯ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের, নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক শূন্য ৮।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। এর মধ্যে দুজন ঢাকায় ও একজন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। অন্য ৬টি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৭৩ জন।২৪ ঘণ্টায় ২১১ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button