fbpx
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

লাউ চাষে লাভবান হচ্ছেন মুন্সীগঞ্জের চাষিরা

লাউ চাষে লাভবান হচ্ছেন মুন্সীগঞ্জের চাষিরা। এ জেলায় আলু প্রধান অর্থকরী ফসল হলেও, অন্যান্য সবজিও এখানে উৎপন্ন হয়ে থাকে। সদরসহ জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামের উঁচু জমিতে সারাবছরই আগাম সবজি চাষ হয়ে থাকে। তবে, এবছর ভাসমান পানিতেও আগাম লাউ চাষ কোরে ভালো দাম পাচ্ছেন, কৃষকরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী,রামপাল,মহাকালি ইউনিয়নসহ, জেলার বিভিন্নস্থানে লাউ চাষ করে স্বাবলম্বি হয়েছেন, অনেক কৃষক। লাউ গাছের চারা রোপনের ২ মাস পরই, গাছে এ সবজি ধরে এবং বিক্রি করার ম‌তো উপযোগী হয়ে ওঠে। আগাম এই সবজি চাষে লাভবান হয়েছেন, জেলার অনেক চাষি। এখানে প্রতি শতাংশ জমিতে লাউ চাষে খরচ হয়, ১ থেকে দেড় হাজার টাকা। প্রতি ১৫ শতাংশ জমি থেকে, ৭০-৮০টি লাউ প্রতিদিন কেটে বিক্রি করে থাকেন কৃষকরা।

লাউ চাষে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছে জানিয়ে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক বলেন, তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।  এ বছর জেলায় ৮০০ হেক্টর জমিতে আগাম লাউয়ের আবাদ হয়েছে। গত বছর ৭৩৮ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছিলো।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button