fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে একদিনে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৮০ জনে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার  ১ দশমিক ৩১  শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫৩২ জনের। এই সময়ের মধ্যে সুস্থ ২৩৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান তিন জন। করোনা শনাক্ত হয় ২২৯ জনের দেহে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button