fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

দেশে  একদিনে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা।২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯ জনের।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের দিন ৩১২ জন নতুন রোগী শনাক্ত এবং ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৭০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।২৪ ঘণ্টায় আরও ৩৬০ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬২ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button