fbpx
খেলাধুলাক্রিকেট

‘বাংলাদেশ’ বানানে ভুল করল বিসিবি

আজ শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়িয়েছে সকাল ১০টায়। নিয়ম অনুযায়ী, ম্যাচের ৩০ মিনিট আগে খেলোয়াড়দের তালিকা পাঠায় দুদল।

সেখানে বাংলাদেশের তালিকায় স্বাগতিক দেশের নামের বানান ছিল ভুল। ইংরেজিতে লেখা বাংলাদেশের বানানে ‘এন’-এর জায়গায় ‘এম’ লেখা ছিল। অর্থাৎ, ‘Bangladesh’-এর জায়গায় লেখা ছিল ‘Bamgladesh’!

টিকেটে সকাল ১০টায় ম্যাচ শুরুর জায়গায় রাত ১০টা লিখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ম্যাচের দিন বাংলাদেশ দলের খেলোয়াড়দের তালিকায় ভুল করল বিসিবি। খেলোয়াড় তালিকায় নিজ দেশের নামের বানানেই ভুল করেছে ক্রিকেট বোর্ড।

এর আগে ম্যাচের টিকেটের গায়ে লেখা ছিল—চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হবে রাত ১০টায়! অথচ, খেলা শুরুর সময় সকাল ১০টা। বিসিবি অবশ্য জানিয়েছে, এটি ছাপার ভুল। এবার বাংলাদেশ বানানেও তাই হলো কি না, সেটিই দেখার বিষয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button