fbpx
দেশবাংলাদুর্ঘটনা

চাঁদপুরে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫),সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।

নিহতদের স্বজনরা জানান,তারা দুপুর ১২টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হন। ছয়জন মিলে দুটি মোটরসাইকেলে চাঁদপুরে আসছিলেন। হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যান। এ সময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান,দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনজনের মধ্যে দুইজন রাজমিস্ত্রি এবং একজনের ইলেক্ট্রিকসামগ্রীর দোকানে কর্মরত ছিলেন। ওসি জানায়, বোগদাদ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button