fbpx
আন্তর্জাতিকজনদুর্ভোগস্বাস্থ্য

ওমিক্রন ঠেকাতে বিভিন্ন দেশকে প্রস্তুতি নেয়ার আহবান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দ্রুত বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের অন্তত ৩১ দেশে শনাক্ত হয়েছে। কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। এর মধ্যেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও)।

আজ শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে ১০ জনের করোনা শনাক্ত হওয়ার পর এ আহ্বান জানালো সংস্থাটি।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ম্যানিলা থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় প্রত্যেকটি দেশ ও সম্প্রদায়কে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, ওমিক্রন মোকাবিলায় শুধু সীমান্ত সম্পর্কিত পদক্ষেপের ওপর নির্ভর করা উচিত হবে না। দ্রুত সংক্রমণশীল এ ধরন ঠেকাতে প্রস্তুতির বিকল্প নেই। প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য সংশ্লিষ্ট সক্ষমতা বাড়ানো ও টিকা কর্মসূচি ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর থেকে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনার নতুন এই ধরন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button