fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ৬ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু আগের দিনের সমান হলেও রোগী শনাক্ত বেড়েছে। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১৭৬ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ, এর মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে, বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩। তাঁদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ২২৬ জন সুস্থ হয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button