fbpx
বাংলাদেশসরকার

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পরাজয় নিশ্চিত জেনে জাতিকে ১৪ ডিসেম্বর জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করতে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। পৃথিবীর ইতিহাসে, এক কালো অধ্যায় এটি।

মুক্তিকামী বাঙালীরা যখন বিজয়ের খুব কাছে ছিলো, সেই সময় দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামস সদস্যরা মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার সূর্যসন্তান বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ শহীদ হনবুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।  দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button