fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

পায়ে হেঁটে পদ্মাসেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেড় কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতু পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন পদ্মাসেতু পরিদর্শন করেন তিনি। সকালে সড়ক পথে পদ্মাসেতুতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ২টি মডিউল ঘুরে দেখেন। অর্থাৎ, ৭ নম্বর পিলার হতে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পারি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া ২-এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন। এরপর সেখানে ঘুরে দেখে বেলা ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তিনি আবারো পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন।

এর আগে,বিদায়ী বছরের ২৪ জানুয়ারি হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে পদ্মাসেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হেলিকপ্টারে বসেই নিজের মোবাইল ক্যামেরায় ভিড়িও ধারণ ও ছবিও তোলেন শেখ হাসিনা।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button