কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে মাতা বৈষ্ণ দেবী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। এ ঘটনায় আহত হন আরও ১৪।
শনিবার রাতে নতুন বছরের শুরুতে মাতা বৈষ্ণু দেবীকে প্রণাম করতে মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হয়। এসময় মন্দিরে কয়েকজন বাক,বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর তাড়াহুড়ো করে বের হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
মন্দিরসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনুমতিপত্র না নিয়েই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন।
অঞ্চলটির পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন,আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ বিষয়ের ওপর নজরদারি করছেন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে। আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।
বাংলাটিভি/ রাপ্পি