করোনার অধিক সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে, দেশে জনচলাচলে কড়াকড়ি আনা হচ্ছে। রেস্টুরেন্ট-শপিংমলে প্রবেশ ও বিমান-ট্রেন-লঞ্চে চলাচলের ক্ষেত্রে ভ্যাকসিনের ডাবল ডোজের সনদ দেখাতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এসময় সচিব আরও জানান, টিকা ছাড়া শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না এবং সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার সিদ্ধান্ত আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ দেন।
পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় করোনা ভাইরাসের অধিক সংক্রমনশীল নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে, জনচলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার নেয়া সিদ্ধান্তগুলোর কথা জানান তিনি। রেস্টুরেন্ট-শপিংমলে প্রবেশ এবং বিমান-ট্রেন-লঞ্চে যাতায়াতে ভ্যাকসিনের ডাবল ডোজের সনদ দেখাতে হবে।
সচিব জানান, করোনার টিকা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেও যাওয়া যাবে না। ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেয়া থাকতে হবে।
এছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব সংশোধন আইন-২০২১’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাটিভি/ রাপ্পি