fbpx
বাংলাদেশআইন-বিচারসরকারস্বাস্থ্য

মাস্ক না পরলে জরিমানা, জেলও হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

কাল থেকে প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস-বিপিসিএস প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,সারাবিশ্বে আশংকাজনক হারে বাড়ছে ওমিক্রন সনাক্তের সংখ্যা। আর তাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও জানান মন্ত্রী।

সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে ইতোমধ্যেই ১১ দফা নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই ১১ দফা বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যে রয়েছে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সভা সমাবেশ বন্ধ থাকবে। সেইসঙ্গে সবাইকে সব জায়গায় মাস্ক পরতে হবে।

জাহিদ মালেক বলেন, ‘মাস্ক পরা জরুরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। মাস্ক না পরে যেন কেউ যানবাহনে না ওঠেন, সেদিকেও নজর রাখা হবে।

মন্ত্রী বলেন, দেশে গতকাল শনাক্তের হার যেখানে ছিল ৯ শতাংশে, তা আজ সেটা ১১ শতাংশে উঠেছে। গত ১০-১৫ দিন আগেও শনাক্ত রোগী দুই থেকে আড়াইশ জন থাকলে এখন সেটি তিন হাজারের কাছাকাছি।

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগেও হাসপাতালগুলোতে গড়ে রোগী আড়াইশর মতো রোগী ছিল, যা এখন হাজার হয়েছে। যা আরও বাড়বে। এতে করে মৃত্যুও বাড়বে। আবারও চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হবে। এটা বাড়লে বেকায়দায় পড়তে হবে। তবে আমরা চাই আমাদের পরিস্থিতি যেন আমেরিকা ও ইউরোপের মত না হয়।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button