বিশ্বে আবারও করোনা শনাক্তের নতুন রেকর্ড
বিশ্বে একদিনে রেকর্ড ৩১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছেন। মহামারি শুরুর পর বিশ্বে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের। এনিয়ে বিশ্বে মোট মৃত্যু ছাড়ালো ৫৫ লাখ ২৯ হাজার। আর মোট শনাক্ত ৩১ কোটি ৭২ লাখের বেশি।
দৈনিক শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৮ লাখের বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন ২ হাজার ২শ ৬৩ জন।
সংক্রমণ বাড়ার সাথে সাথে দেশটিতে জোরালো হচ্ছে টেস্টিং কিটের সংকট। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, এক সপ্তাহে দেশটিতে হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রায় ৩৫ শতাংশের বেশি। তবে ওমিক্রনের সংক্রমণে এখনো চূড়ায় পৌঁছায়নি বলে সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে, জার্মানিতে ওমিক্রনের দাপটে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৮০ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৮৪ জন। জার্মানিতে মহামারি শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত বছরের ১৮ নভেম্বর সর্বোচ্চ ৬৫ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়।
জার্মানির ডের জাইট পত্রিকা জানিয়েছে, দেশের ১৬ রাজ্যের মধ্য সবচেয়ে জনবহুল নর্থ রাইন-ভেস্টফালিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১১ হাজার রোগী শনাক্ত হয়েছে। অপর দিকে পূর্বাঞ্চলের স্যাক্সনিতে সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন।
অন্যদিকে সংক্রমণ বেড়েছে ফ্রান্স, ইতালি, স্পেন, মেক্সিকো অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনাতেও। অতি সংক্রামক ওমিক্রনে ডেল্টার তুলনায় মৃত্যু ঝুঁকি কম হলেও টিকা না নেয়াদের জন্য তা ভয়ানক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাটিভি/ সাকিব