বিশ্বে আবারও দৈনিক করোনা সংক্রমণ ৩১ লাখ ছাড়িয়েছে
বিশ্বে আবারও দৈনিক করোনা সংক্রমণ ৩১ লাখ ছাড়িয়েছে। এনিয়ে বিশ্বে মোট শনাক্ত ছাড়াল ৩২ কোটি।
২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনে।নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে অর্ধ লক্ষাধিক। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জনে।
একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন শনাক্ত ৮ লাখের বেশি মানুষ। কমেনি প্রাণহানিও। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল গুলোতে বাড়তি রোগির চাপ সামলানোর পাশাপাশি করোনার হটস্পটগুলোতে সেনা সদস্য পাঠানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।রেকর্ড সংক্রণেও করোনা মোকাবিলায় বিভিন্ন বিধি নিষেধ ও বিশৃঙ্খল পরিস্থিতির বিরুদ্ধে ফ্রান্স ও জার্মানিতে শুরু হয়েছে বিক্ষোভ। সংক্রমণ নিয়ন্ত্রণে আসছেনা ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশে। একদিনে অস্ট্রেলিয়ায় সংক্রমণ ছাড়িয়েছে দেড় লাখ। ভারতে একদিনে করোনা সংক্রমণ বেড়েছে ১৪ শতাংশ। শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজারের বেশি। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে দিল্লি ও মহারাষ্ট্রে।
বাংলাটিভি/শহীদ