fbpx
বাংলাদেশ

ঢাবি’র সাবেক অধ্যাপকের লাশ উদ্ধার

গাজীপুর সিটির কাশিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফ্ফারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকান্ড সন্দেহে, এক নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ওই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি আবাসিক প্রকল্প রয়েছে। অধ্যাপক সাঈদা ওই প্রকল্পে একটি বাড়ি নির্মাণ করছিলেন। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন অধ্যাপক সাঈদা গাফ্ফার।

এ বিষয়ে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন তার মেয়ে। শুক্রবার সকালে বাসার কিছু দূরে জঙ্গলের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ঐ বাসার নির্মাণশ্রমিক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button