fbpx
অর্থনীতিদেশবাংলা

ব্রোকোলি চাষে সফল লক্ষ্মীপুরের এক কৃষক

ব্রোকোলি চাষে ভালো ফলন পেয়েছেন, লক্ষ্মীপুরের এক কৃষক। প্রথম দিকে সাধারণ মানুষের মাঝে এ সবজি কিনতে আগ্রহ কম থাকলেও, পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগীতায়, তা বাড়তে থাকে। ফলে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য চাষিরাও। কৃষি বিভাগ বলছে, এটি চাষ করার জন্য স্থানীয় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।

ব্রকলি মানবদেহের জন্য পুষ্টিকর ও ক্যানসার প্রতিরোধক সবজি হলেও, লক্ষ্মীপুরে অপরিচিত। তবে, বর্তমানে ব্রকলি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। অপরিচিত হওয়ায় সবজি হিসেবে এটি কিনতে মানুষের আগ্রহও কম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগীতায় এস এ সিপির উচ্চ মূল্যের ফসল উৎপাদন প্রদর্শনী হিসেবে, ‘ব্রকলি’ সরকারি অর্থায়নে চাষ করা হয়েছে। আর  জেলার কমলনগরের কৃষক মো. হারুনের, ৮ শতক জমিতে প্রায় আড়াই হাজার ব্রকলি উৎপাদন হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, তিন মাসেই ভালো ফলন হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা বলছেন, এ সবজি বিক্রি করতে সহযোগিতার পাশাপাশি, চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।গবেষকরা ব্রকলিকে বলছেন,আল্টিমেট ক্যানসার ফুড। প্রতিদিন ব্রকলি খেলে তা ক্যানসার প্রতিরোধে কাজ করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button