fbpx
আন্তর্জাতিক

নৌকা উল্টে ৪৩ অভিবাসীর প্রাণহানি

মরোক্কোর দক্ষিণাঞ্চলে তরফায়া শহরের উপকূলে নৌকা উল্টে তিনটি শিশুসহ ৪৩ অভিবাসী নিহত হয়েছেন। ডুবন্তনৌকা থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।  সোমবার স্প্যানিশ সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টারেসের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

উল্টে যাওয়া নৌকা থেকে রোববার সকালের দিকে বেঁচে থাকা লোকজন সহায়তা চেয়ে অনুরোধ করেন। নিহত ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  স্প্যানিশ ক্যানারি দ্বীপের দিকে যাচ্ছিলেন অভিবাসীরা। তরফায়া থেকে দ্বীপটি ১০০ কিলোমিটার দূরে। উন্নত জীবনের খোঁজে ইউরোপীয় তীরে পৌঁছাতে জীবনের ঝুঁকি নিয়ে তারা উত্তর আফ্রিকান দেশগুলো হয়ে যাত্রা করেন।

ক্যামিনান্দো ফ্রন্টারেসের জানিয়েছে, গত বছর স্পেন যাওয়ার পথে চার হাজারের বেশি অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। ২০২০ সালের তুলনায় যা দ্বিগুণের মতো হবে।

অধিকাংশ মরদেহ কখনোই খুঁজে পাওয়া যায় না। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে সাগর পথে ইউরোপীয় দেশটিতে তিন লাখ ৭৩ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে।

বাংলাটিভি/ জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button