fbpx
বাংলাদেশঅপরাধআইন-বিচার

অভিনেত্রী শিমু হত্যার ঘটনায় স্বামী নোবেল ও বন্ধু আব্দুল্লাহর ৩ দিনের রিমান্ড

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদের তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিকেলে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে নিহত শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, অভিনেত্রী রাইমা ইসলাম শিমু’র হত্যাকান্ড পারিবারিক কলহের জেরেই হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। ঘটনায় গ্রেফতার নিহতের স্বামী নোবেল জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন। দুপুরে, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। পুলিশ জানায়, শিমুর লাশ উদ্ধারের পর তার স্বামী শাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু ফরহাদকে গ্রেফতার করে র‌্যাব। পরে পুলিশের হেফাজতে নেয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, শিমুকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন নোবেল। রাজধানীর কলাবাগান থেকে নিখোঁজের পর, সোমবার কেরাণীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ পাওয়া যায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button