বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে সরকারের কাছে সুনির্দিস্ট তথ্য রয়েছে: তথ্যমন্ত্রী
বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের বিষয়ে সরকারের কাছে সুনির্দিস্ট তথ্য রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে, চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন,বিএনপি দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশে অর্থপাচারের মাধ্যমে লবিস্ট নিয়োগ দিয়েছে, যেখানে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের ঠিকানা দেয়া হয়েছে। বিএনপি দেশের অর্থনেতিক সমৃদ্ধি বিনষ্টের ষড়যন্ত্র করছে মন্তব্য করেন হাছান মাহমুদ।
বাংলাটিভি/শহীদ