গাজীপুরের কড্ডা এলাকায় পাওয়ার প্লান্টের বায়োভিশন ও বালু ভরাটে পানি নিষ্কাশন না থাকায়, বিদ্যুতের খুটিসহ সড়কে ফাটল ধরে ভেঙ্গে যাওয়ায় বন্ধ রয়েছে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের দাবি দ্রুত সময়ে মেরামত করা না হলে, যে কোন সময় জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেতে পারে।
গাজীপুর মহানগরীর কড্ডা বাজার থেকে কালাকৈর গ্রামের যাতায়াতের একমাত্র সড়ক নদীতে বিলীন হয়ে যাওয়ায়, ভোগান্তীতে পড়েছেন ৫ শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, রুলার পাওয়ার প্লান্টের বায়োভিশন ও জমিতে বালু ভরাটের পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না করায়, মাটির নিচ দিয়ে নদীতে পানি যাওয়ায়, বিদ্যুতের খুটিসহ সড়কটি ভেঙ্গে পড়েছে। তাই সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসির।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তারা । বিদ্যুৎ বিভাগের দাবি, এখানের উৎপাদিত বিদ্যুৎ প্রায় অর্ধেক জেলায় সরবরাহ করা হয়। তাই দ্রুত সময়ে সড়ক মেরামত করা না হলে, যে কোন সময় বন্ধ হতে পারে বিদ্যুৎ সংযোগ। আর এর দায় নিতে নারাজ, রুলার পাওয়ার প্লান্ট কর্তপক্ষ। তাদের দাবি ভূমি কম্পসহ প্রাকৃতিক কারণে ভেঙে গেছে সড়ক ।
বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রেখে, দ্রুত সড়ক মেরামতের দাবি এলাকাবাসির।
বাংলাটিভি/শহীদ