fbpx
Uncategorizedবাংলাদেশ

শাবি শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে আলোচনায় বসার আহবান শিক্ষামন্ত্রীর

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে আলোচনায় বসার আহবান জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাসভবনে দেখা করতে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধি দল আলোচনা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

এদিকে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।এরমধ্যে, ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর বাকি প্রায় সবার শরীরে স্যালাইন দেয়া রয়েছে।

আমরণ অনশনের পরেও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। শনিবার সকাল পর্যন্ত বাকি ২৩ জনের প্রায় সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button