fbpx
রাজনীতিআওয়ামী লীগ

সরকারকে বিব্রত করাই বিএনপির প্রধান লক্ষ্য : হানিফ

নির্বাচন কমিশন আইন নিয়ে সরকারকে বিব্রত করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন করার কথা বললেও তারা এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। বিএনপি কখন কি বলে তারা নিজেরাই তা জানে না।

একই অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন আইনের দাবিতে বিএনপি মাঠে আন্দোলনের চেষ্টা করেছিল। তখন কেউ কেউ বলেছিল, তিন দিনে আইন প্রণয়ন করা সম্ভব। এর যখনই আইন সংসদে তোলা হল, তারপরই তাদের ভাষার পরিবর্তন হয়ে গেল।’

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button