বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার
একনেকে ৪ হাজার ৬২১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
![একনেকে ৪ হাজার ৬২১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন 1 প্রধান 5](https://banglatv.tv/wp-content/uploads/2022/01/প্রধান-5-780x470.jpg)
৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে, এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ একনেকের অন্যান্য সদস্যরা এনইসি সম্মেলন কক্ষ থেকে এতে অংশ নেন। অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক বৈঠক শেষে, সাংবাদিকদের বিফ্রিং করে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বাংলাটিভি/শহীদ