fbpx
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশমুজিববর্ষরাজনীতিসরকার

বাঙালি যখনই এগিয়ে যেতে থাকে, তখনই ষড়যন্ত্র শুরু হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাঙালি যখনই কিছু পায়,এগিয়ে যেতে থাকে মর্যাদা পাওয়ার দিকে,তখনই চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। একটা শ্রেণি আছে যারা আত্মমর্যাদা নিয়ে চলতে চায় না। তারা আত্মমর্যাদা বিকিয়েই আত্মতুষ্টিতে থাকতে চান। সমাজের সেই শ্রেণি দেশের উন্নয়ন দেখতে পায় না এবং স্বীকারও করে না৷

শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন,সমাজে আগাছা থাকবেই,তাদের কী করে সরাতে হবে,তা বাঙালিকেই ভাবতে হবে।

শেখ হাসিনা বলেন, বাঙালির মূল ভাষা একটাই। আমরা একটা জাতি, একটা ভাষা। সেটা বাংলা। আমাদের নৃগোষ্ঠিদের জন্য কিছু ভাষা আছে। সেটা কিন্তু ওই রকম ব্যাপক না। সেটা এতটাই ক্ষুদ্র যে অনেকের বর্ণমালাও নেই। তবুও আমরা সেগুলো খুঁজে বের করছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৩ সালে শহীদ দিবস প্রথম পালন করেন। তিনি খালি পায়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়া,আজীমপুর কবরস্থানে যাওয়া,শহীদদের প্রতি সম্মান জানানো শুরু করেছিলেন। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button