ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হবে বাণিজ্য: ভারতীয় হাইকমিশনার

রাজনীতি নয় ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হবে বাণিজ্য-এমনটাই মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ভারত-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, গেল কয়েক বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি বাণিজ্য দ্বিগুণ হয়েছে।
নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গেল ৫০ বছরে দুই দেশ সম্পর্কের সোনালী অধ্যায় পার করলেও এখন সময় এসেছে বাণিজ্য নির্ভর সম্পর্ক মজবুত করা। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশের অটোমোবাইল খাতে ভারতীয় বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। তবে, সরকার আগামী ৫ বছরের মধ্যে অটোমোবাইল যন্ত্রাংশ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন।
বাংলাটিভি/শহীদ