fbpx
ফুটবল

ইউক্রেনে হামলার কারনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হচ্ছে না রাশিয়ায়

KSRM

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্বের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। দুই দেশের এমন উত্তেজনা সহজেই থামছে না। এর প্রভাব পড়ে ফুটবলে। ইউক্রেনে হামলা করার কারণে  সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ায় হবে না। এখন এটি হবে প্যারিসে।

বিবিসির খবরে বলা হয়েছে, উয়েফার নির্বাহী কমিটির এক সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যাম্পিয়নস লিগে রাশিয়া এবং ইউক্রেনের যেসব ক্লাব বা দল অংশ নিচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের খেলাগুলো অন্য কোনো দেশের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ মে  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এখন আর সেখানে হচ্ছে না ম্যাচটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button