
সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন টিকেটিং সেবা।
রোববার থেকে একই সঙ্গে অনলাইন চেকিং, বুকিং, ওয়েব সার্ভিসের মতো অন্যান্য সেবাও চালুর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি।
বিমান বাংলাদেশের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সকাল থেকে বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে টিকেট কেনা যাবে।
গত বছরের ১০ অগাস্ট থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে টিকিট কাটার সুযোগ বন্ধ হয়ে যায়। অনলাইনের এ যুগে কোনও এয়ারলাইন্সের অনলাইন টিকেটিং সেবা না থাকার ঘটনা তখন অনেকটা বিরল বলেই মনে করেন এ খাত সংশ্লিষ্টরা।
গত ২৪ ফেব্রুয়ারি পাঠানো বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্যাসেঞ্জার সলিউশন সার্ভিস ‘স্যাবর’ এর মাধ্যমে বন্ধ থাকা সেবাগুলো দেবে বিমান। এসব সেবার মধ্যে রয়েছে অনলাইন টিকেটিং, বুকিং, চেক ইন, ওয়েব সার্ভিস ইত্যাদি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে ‘আকাশবীণা’। বিমানের বহরে এটিই বোয়িং কোম্পানির প্রথম ড্রিমলাইনার।
সিডিউল অনুযায়ী এয়ারপোর্টের চেক-ইনসহ বিমান পরিবহন বিষয়ক সব কার্যক্রম চালু থাকবে এবং সব ফ্লাইট সময় অনুযায়ী ছেড়ে যাবে ও নামবে।আজ থেকে বিমানের ওয়েবসাইট, সকল অনুমোদিত এজেন্ট এবং কলসেন্টারের মাধ্যমে রিজার্ভেশন ও টিকেট কেনা যাবে।
বাংলাটিভি/শহীদ