fbpx
দেশবাংলাআওয়ামী লীগবাংলাদেশবিএনপিরাজনীতিসরকার

বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বিরত থাকার আহবান তথ্যমন্ত্রীর

KSRM

বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ এগিয়ে যাওয়ার ইতিবাচক দিকগুলো গণমাধ্যমে প্রচার করার ও আহবান তিনি। মন্ত্রী আরো বলেন, পেনশন এর আওতায় আসবে সাংবাদিক সহ সকল নাগরিক, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ। অনেক সূচকে আমরা এখন ভারতকেও পেছনে ফেললেও বিএনপি অহেতুক সমালোচনা করা থেকে বের হতে পারছেনা। এ সময় সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।

গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০১৮’-এ সাংবাদিকদের দ্বিমত রয়েছে, এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করে সংসদীয় কমিটির বৈঠকে সংশোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্বিমত থাকা বিষয়গুলো সংশোধনের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন  হবে সাংবাদিকদের সুরক্ষার জন্য। শেষ পর্যন্ত এ আইনে যেন কারও কোনো দ্বিমত না থাকে।

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button