
জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল,বাংলা টিভির প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফুল দিয়ে বরণ করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক মীর নূর উস শামস শান্তুনু,পরিচালক অনুষ্ঠান ড. দিনাক সোহানী,নিউজ ইনচার্জ এইচ এম সাগর,ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান জাহিদ হাসান অভিসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা টিভিতে যোগদানের আগে বৈশাখি টিভির উপদেষ্টা ও এশিয়ান টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেনু শর্মা।
বর্তমানে তিনি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির পরিচালক। এদিকে,বেনু শর্মার যোগদান অনুষ্ঠানে জানানো হয়,আগামী পনেরই মার্চ থেকে বাংলা টিভির বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হবে নতুন সব আয়োজন। আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে সাজানো হচ্ছে আরো বিভিন্ন চমকপ্রদ অনুষ্ঠানমালা। দর্শক চাহিদা গবেষণার প্রেক্ষিতে সাজানো হচ্ছে নতুন সব অনুষ্ঠান।