fbpx
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলা

চলে গেলেন স্পিন লিজেন্ড শেন ওয়ার্ন

KSRM

চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।

সন্ধ্যায়, থাইল্যান্ডের একটি পর্যটন কেন্দ্রে অস্ট্রেলিয়ার সাবেক এ লেগ স্পিনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া যায়, সর্বোচ্চ চেষ্টার পরেও আর বাঁচানো যায়নি। ক্রিকেটীয় জীবনে একাধিক রেকর্ডের অধিকারী ছিলেন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে নিয়েছিলেন ২৯৩ উইকেট। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে সবসময় আতঙ্কের নাম ছিলেন এই স্পিন লিজেন্ড।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button