
ইউটিউব দেখে কুল চাষে সফল গাজীপুরের কালীগঞ্জের এক উদ্যোক্তা; অনুপ্রানিত হচ্ছেন অন্যরাও-সব ধরণের সহযোগীতার আশ্বাস কৃষি বিভাগের
ইউটিউব দেখে কুল চাষ করে সফল হয়েছেন গাজীপুরের কালীগঞ্জের এক উদ্যোক্তা। তাকে দেখে অনুপ্রানিত হচ্ছেন অন্যরাও। স্থানীয় কৃষি বিভাগ বলছে, তাকে দেয়া হবে সব ধরণের সহযোগীতা। গাজীপুরের কালীগঞ্জ থেকে আরও জানাচ্ছেন, রফিক সরকার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের বাসিন্দা, পঞ্চাশোর্ধ্ব কাইয়ুম সরকার। দিনরাত পরিশ্রম কোরে, স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছে তার। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়াই, ইউটিউব দেখে কুল চাষ করেন তিনি।
পরিবারিক অস্বচ্ছলতার কারণে কাইয়ুম শেখের পড়ালেখা এগোয়নি খুব বেশি । সংসারের হাল ধরতে অল্প বয়সেই বাবার সাথে নেমে পড়েন কৃষি কাজে। এরপর ব্যবসা বানিজ্যে খুব একটা সুবিধে করতে পারেননি তিনি। অবশেষে ইউটিউব দেখে সফলতা আসে, কাইয়ুম শেখের ঝুলিতে। কুল চাষ করে হয়েছেন, একজন সফল উদ্যোক্তা।
তার এ সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও,এই উদ্যোক্তাকে সবধরনের সহায়তার কথা জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা।
শুধু কাইয়ুম সরকারই নয়,তার এই সফলায় অনুপ্রাণীত হয়ে, দেশের বিভিন্নস্থানে কুল চাষে ভাগ্য ফিরবে অনেকের, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গাজীপুর কালিগঞ্জ/,বাংলা টিভি।