fbpx
দেশবাংলা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত

কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ উপজেলার বিজয়পুরে বাজারের পাশে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিন ছাত্রী। নিহতরা হলেন- মীম, রীমা ও তাসফিয়া। তারা তিনজনই একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন শিক্ষার্থী রেল লাইন ধরে স্কুলে যাচ্ছিলো। এ সময় ট্রেন চলে আসায় কোনও কিছু বুঝে ওঠার আগেই কাটা পড়ে নিহত হন তারা। এই ঘটনার পর ট্রেনটি কিছু দূরে গিয়ে থেমে গেলে শিক্ষার্থী ও এলাকার লোকজন ট্রেনে ভাঙচুর চালায়।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-নোয়াখালী মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে রেখেছে এলাকাবাসী। ফলে ঢাকা-নোয়াখালী মহাসড়কে যান চলাচল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-নোয়াখালী মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশেই বিজয়পুর উচ্চ বিদ্যালয়। রেল লাইন পার হয়েই শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button