fbpx
বাংলাদেশস্বাস্থ্য

দেশে করোনায় আরও তিন জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

KSRM
 করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩২৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১০০ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৯৩ টি।মৃত তিন জনই পুরুষ। তাঁদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। এরমধ্যে দুই জন ঢাকা বিভাগের ও একজন খুলনা বিভাগের । তাঁরা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

তানজিল/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button