fbpx
বাংলাদেশআইন-বিচার

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আজ রিটের আদেশ দেবেন হাইকোর্ট

আজ সোমবার সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ আবেদনটি আদেশের জন্য সোমবার দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যারা কুক্ষিগত করে রেখে জনগণকে ভোগান্তিতে ফেলে, সে সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে গতকাল মন্তব্য করেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘সামনে রমজান মাস আসছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। শুধু সয়াবিন তেল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের কথা রিটে অন্তর্ভুক্ত করুন। এমন আদেশ দিতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিকের উপকার হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button